পুরনো স্মার্টফোনের একাধিক ব্যবহার

    0

    লোকসমাজ ডেস্ক॥কিছুদিন পরপরই নিত্যনতুন প্রযুক্তিসুবিধা নিয়ে হাজির হয় নতুন মডেলের মুঠোফোন। মনকাড়া নকশার নতুন স্মার্টফোন হাতে পেয়েই পুরোনোটি অবহেলায় ফেলে রাখেন অনেকে। তবে চাইলে পুরোনো স্মার্টফোন বিভিন্ন কাজে ব্যবহার করে অর্থ সাশ্রয় করা যায়।
    পুরনো মুঠোফোনকে নতুন করে ব্যবহারের বেশ কিছু উপায় তুলে ধরা হলো-
    পেনড্রাইভের বিকল্প
    পুরোনো মুঠোফোনটিকে ব্যবহার করা যেতে পারে পেনড্রাইভের বিকল্প হিসেবে। চাইলে মেমোরি কার্ডের সাহায্যে পুরোনো মুঠোফোনটির ধারণক্ষমতা বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও সংরক্ষণ করা যায়। এভাবে পেনড্রাইভ না কিনেই ডিজিটাল অ্যালবাম হিসেবে ব্যবহার করা যাবে পুরোনো মুঠোফোনটি।
    নিরাপত্তা ক্যামেরা
    পুরনো মুঠোফোনকে স্থায়ী নিরাপত্তা ক্যামেরা হিসেবে ব্যবহার করা যায়। এ জন্য (https://cutt.ly/FIKPRpk) ঠিকানা থেকে আলফ্রেডক্যামেরা হোম সিকিউরিটি অ্যাপটি নামিয়ে ইনস্টল করতে হবে। এবার ইন্টারনেট–সেবা চালু করে অ্যাপটি ব্যবহার করলেই দূর থেকে সেই জায়গার ছবি দেখা যাবে। এ জন্য অবশ্যই অন্য যন্ত্রে অ্যাপটি নামানো থাকতে হবে।
    জিপিএস নেভিগেটর
    পুরনো মুঠোফোনকে জিপিএস নেভিগেটর হিসেবে ব্যবহার করা যায়। জিপিএস নেভিগেটর হিসেবে ব্যবহারের জন্য পুরোনো মুঠোফোনে ইন্টারনেট চালু করে গুগল ম্যাপস ব্যবহার করতে পারেন। বেশির ভাগ অ্যান্ড্রয়েড মুঠোফোনেই গুগল ম্যাপস অ্যাপটি আগে থেকেই (ডিফল্ট) হিসেবে দেওয়া থাকে। চাইলে এই ঠিকানা (https://cutt.ly/LORtl4s) থেকে অ্যাপটি ডাউনলোড করে পুরোনো মুঠোফোন জিপিএস নেভিগেটর হিসেবে ব্যবহার করা যাবে।
    গিনিপিগ হবে মুঠোফোন
    বর্তমানে মুঠোফোনের অ্যাপ তৈরি করে অনেক টাকা আয় করা যায়। তাই অ্যাপ তৈরি করে কার্যকারিতা পরখ করতে পুরোনো মুঠোফোন ব্যবহার করেন অনেকেই। চাইলে অন্য প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন অ্যাপের ফিচারগুলো শেখার জন্যও পুরোনো মুঠোফোনটি ব্যবহার করতে পারেন।
    মিডিয়া প্লেয়ার
    মিডিয়া প্লেয়ারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায় পুরোনো মুঠোফোন। কারণ, প্রায় সব ধরনের মুঠোফোনেই মিডিয়া প্লেয়ার–সুবিধা থাকে। তবে মনে রাখতে হবে, এ সুবিধা পেতে হলে আপনার পুরনো মুঠোফোনে অবশ্যই এইচডিএমআই কেব্‌ল ব্যবহারের সুযোগ থাকতে হবে। কেব্‌লটি যুক্ত করলেই মুঠোফোনের মেমোরি কার্ডে থাকা বিভিন্ন সিনেমা বা ভিডিও টেলিভিশনে দেখা যাবে।