স্বীকারোক্তিমূলক জবানবন্দি: তালায় শিশু হত্যার দায়ে সৎ মা আটক

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় শিশু আফসানা খাতুনকে হত্যার অভিযোগে তার সৎ মা রোকেয়া খাতুনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তালা উপজেলার জেয়ালা নলতা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকেয়া খাতুন তালা উপজেলার জেয়ালা নলতা এলাকার মো. আলতাফ বিশ্বাসের মেয়ে এবং একই উপজেলার তেতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের আবদুল কাদিরের দ্বিতীয় স্ত্রী। আসামি রোকেয়া খাতুন এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।  উল্লেখ্য, ২০২১ সালের ৩০ এপ্রিল শিশু আফসানাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার পর পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রচার করেন সৎ মা রোকেয়া খাতুন। পরে ঘটনা জানাজানি হলে রোকেয়া খাতুনের স্বামী আবদুল কাদির তাকে একমাত্র আসামি করে চলতি বছরের ১৮ জানুয়ারি তালা থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর থেকেই হত্যাকারীকে আটক করতে তৎপর হয় তালা থানা পুলিশ। ওইদিনই তালা থানা পুলিশের ওসি আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে পুলিশ আটক করে আসামি রোকেয়া খাতুনকে। বুধবার আদালতে নেয়া হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রোকেয়া। তার জবানবন্দি রেকর্ড করেন সাতক্ষীরা আমলী আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম।