খাতা পূনঃ মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার॥ এসএসসি’র রসায়ন খাতাটি পুনর্মূল্যায়নের দাবিতে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তালহা জুবায়ের নামের একজন শিক্ষার্থীর পিতা মো. আসলাম হোসেন। নড়াইল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২০২১ সালের এসএসসিতে জিপিএ-৫ অর্জন করলেও রসায়নে শতভাগ ৭৫ নম্বর পাওয়ায় খাতাটি পুনর্মূল্যায়ন চান তার পিতা ও স্কুল শিক্ষাকরা। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে খাতা পুনর্মূল্যায়ন কেনো করতে হবে এর লিখিত ব্যাখ্যা দেন ওই শিক্ষার্থীর পিতা। লিখিত বক্তব্যে তিনি জানান, তালহা উচ্চতর গণিতে ১০০, সাধারণ গণিতে ৯৯, পদার্থ বিজ্ঞানে ৯৮সহ অন্যান্য বিষয়গুলোতে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। সে ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ১ম হয়। ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থী জোর দিয়ে দাবি করে সে ১০০ নম্বর পাওয়ার মতো উত্তর দিয়েছে। তার বিশ্বাস হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ডের ভুলে প্রশ্নের উত্তর সেট পরিবর্তিত হয়েছে, নতুবা তার খাতার পাতা যথাযথ মেলানো হয়নি। সে আরো দাবি করেছে রসায়নে কোনোভাবেই সে ৭৫ নম্বর পেতে পারেনা, অবশ্যই কোথাও ভুল আছে। এই ভুল ধরে সঠিক মূল্যায়নের দাবিতে যশোর শিক্ষাবোর্ডে আবেদন করা হলেও সেটিকে গুরুত্ব না দেওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার। সংবাদ সম্মেলনে আরো জানান হয় তালহার আগে ও পরের জনও রসায়নে ১০০ নম্বর পেয়েছে। এসব বিবেচনা করে খাতা পুন:নিরীক্ষা নয় পুনর্মূল্যায়ন চান তালহার পরিবার ও শিক্ষকরা।