যশোরের পল্লীতে ডাকাতির ঘটনায় আরো একজন আটক, স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার গোয়ালদাহ জামতলায় ডাকাতির ঘটনায় জড়িত আরো একজনকে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম নামে ওই ডাকাতকে গত বৃহস্পতিবার রাতে শহরের বকচর এলাকা থেকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান জানান, রফিকুল ইসলাম চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ জামতলায় ট্রাকের বডিমিস্ত্রি ওসমান গনির ৭৫ হাজার টাকা ডাকাতির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তারা রফিকুলকে তার বকচরের শ্বশুরবাড়ি থেকে আটক করেন। রফিকুল ইসলাম নাজির শংকরপুরের আব্দুল বারেকের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের আসমত মোড়লের ছেলে ট্রাকের বডিমিস্ত্রি ওসমান গনি গত ৭ জানুয়ারি রাতে যশোর শহরের বকচর থেকে বাড়ি ফেরার পথে গোয়ালদাহ জামতলায় ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা এ সময় তাকে মারধর করে ৭৫ হাজার টাকা, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন সেট লুট করে নেয়। পরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ৩ ডাকাত হাসান, সৌখিন ও বাচ্চুকে আটক করে। গত বৃহস্পতিবার আটক এই ৩ ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।