ডিশ ব্যবসায়ীর ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ‘বাবুই বাসা’ নামে একটি ডিস ও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী মিজানুর রহমানের বিরুদ্ধে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ইমরান মিয়া ইমু দু’জনকে আসামি করে গতকাল মঙ্গলবার আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। আসামিরা হলেন-যশোর শহরতলীর ঝুমঝুমপুরের রুহুল আমিনের ছেলে মিজানুর রহমান ও বাঘারপাড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের লিটন শেখের ছেলে আরমান হোসেন।
যশোর শহরতলীর শেখহাটি টুনটুনির মোড় এলাকার মৃত জহির আলী বিশ্বাসের ছেলে ইমরান মিয়া ইমু’র অভিযোগ, এলাকায় ‘বাবুই বাসা’ নামে তার ডিস ও ইন্টারনেটের ব্যবসা রয়েছে। তিনি বিভিন্ন স্থানে ডিশ ও ইন্টারনেটের সংযোগ দিয়ে ভাড়া পেয়ে থাকেন। আসামি মিজানুর রহমান গরীব ও বেকার হওয়ায় এক বছর আগে তিনি ১০ হাজার টাকা মাসিক বেতনে তার প্রতিষ্ঠানে তাকে ম্যানেজার পদে নিয়োগ দেন। প্রথম দু’মাস সঠিকভাবে কাজ করলেও অপর আসামি আরমান হোসেনের ইন্ধনে গত বছরের ১ মার্চ থেকে গ্রাহকদের বিলের টাকা উত্তোলন করে আত্মসাৎ করতে থাকেন মিজানুর রহমান। এভাবে একই বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৭ লাখ টাকা আত্মসাৎ করেন মিজানুর রহমান। পরে সন্দেহ হওয়ায় ইমরান মিয়া ইমু টালিখাতা পরীক্ষা করলে টাকা আত্মসাতের বিষয়টি ধরে পড়ে। কিন্তু এ বিষয়ে মিজানুর রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এরই মধ্যে গত ৩০ ডিসেম্বর রাতে মিজানুর রহমান অপর আসামি আরমান হোসেনের সহায়তায় পালিয়ে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ১০ জানুয়ারি বিকেলে মিজানুর রহমানকে অপর আসামি আরমান হোসেনের বাড়িতে গিয়ে পাওয়া যায়। এ সময় চুরি করা টাকা ফেরত চাইলে মিজানুর রহমান অস্বীকার করেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে তাকে খুন করার হুমকি দেয়া হয় বলে ইমরান মিয়া ইমু অভিযোগ করেছেন। ফলে কোনো উপায় না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।