মাদ্রাসার পিয়নের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে জালঝাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ছেলে পিয়ন আবু নাঈমের বিরুদ্ধে এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকা-ের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছ।
জানা যায়, জালঝাড়া ফাজিল মাদ্রাসার ফাজিল (ডিগ্রি) পরীক্ষার্থী বিবাহিত এক ছাত্রীর সাথে পিয়ন আবু নাঈমের অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। গত শনিবার দুপুরে ছুটির পর মাদ্রাসার দোতলার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রীর সাথে নাঈম অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সেখানে গেলে নাঈম জুতা ফেলে দৌঁড়ে পালিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এদিকে নাঈম সোমবার মাদ্রাসায় গেলে এলাকাবাসীর রোষানলে পড়েন। এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে তার বিচারের দাবি জানিয়ে উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে অধ্যক্ষ তার ছেলে নাঈমের বিরুদ্ধে সঠিক বিচারের আশ^াস দিলে তারা মাদ্রাসা ত্যাগ করেন। মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ও প্রভাষক ফিরোজ আহম্মদ জানান, তারা দীর্ঘদিন ধরে পিয়ন নাইমের বিরুদ্ধে এসব অনৈতিক কর্মকান্ডের অভিযোগ শুনে আসছেন। তবে, আবু নাঈম এসব অভিযোগ অস্বীকার করে জানান, এলাকার কুচক্রীমহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন কল্পকাহিনী সাজাচ্ছে। মাদ্রাসার অধ্যক্ষ আমানাতুল্লাহ তার ছেলে নাঈমের বিরুদ্ধে আনীত অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করে জানান, নিয়োগ দেওয়াসহ অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে মাদ্রাসার একজন শিক্ষকের ইন্ধনে একটি মহল এই ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে বুধবার গভর্নিং বডির জরুরি সভা আহবান করা হয়েছে। গভর্নিং বডির সভাপতি প্রভাষক আবদুল গনি জানান, কমিটির সভায় বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।