কেশবপুরে টিকা নিতে আসা ছাত্রীদের ওপর বখাটেদের হামলা, আহত ৬

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ গতকাল মঙ্গলবার কেশবপুরে করোনা ভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের ওপর বখাটেদের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৬ জন ছাত্রী। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে। কাটাকালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রম্ম জানান, সকালে বাসে করে তার স্কুলের ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে টিকা দিতে নিয়ে আসা হয়। টিকা দিয়ে ফেরার পথে পাঁজিয়া বাজারের জনৈক আব্দুৃল হামিদের চায়ের দোকানের সামনে বাসটি পৌঁছালে ৮/১০ জন বখাটে তাদের গতিরোধ করে। এরপর তারা বাসের মধ্যে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এক পর্যায়ে তাদের মারপিটে ৬ জন ছাত্রী আহত হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে যুবকরা পালিয়ে যায়। পাঁজিয়া ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই তাপস জানান, ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। কেশবপুর থানা পুলিশের ওসি মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িত সন্দেহে এখলাস ও খায়রুল নামে দু’জনকে আটক করেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক মলয় ব্রম্ম থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হয়েছে।