হ্যাট্রিক বিজয়ে আবার নাসিকের মেয়র আইভী

0

লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীকে তৃতীয়বারের মতো বিজয়ী হতে যাচ্ছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিসরকারীভাবে ঘোষিত ফলাফলে তিনি বিজয়ী হন। সর্বশেষ বেসরকারী ফলাফলে ১৯২ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে জয়ী হন। হাতি প্রতীকে তৈমূর আলম খন্দকার পান ৯২১৭১ ভোট।
ভোটকেন্দ্রের ১৩৯৬টি ভোটকক্ষে তাদের ভোটধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের আওয়ামী লীগ মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আলী আহাম্মদ চুনকা কন্যা ডা. সেলিনা হায়াত আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। অবশ্য মেয়র পদে আরো পাঁচ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল¬াহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। তবে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে চরম ভোগান্তি ও বিড়ম্বনার মধ্য দিয়ে শেষ হয় ভোটগ্রহণ। ভোট দিতে গিয়ে চরম বিপাকে পড়েন ভোটাররা।