গান শোনা যাবে, সেলফি তোলা যাবে টাইটানের স্মার্ট গ্লাসে

0

লোকসমাজ ডেস্ক॥ আইকেয়ার সেক্টরের অন্যতম সংস্থা টাইটন এবার বাজারে নিয়ে এল স্মার্ট গ্লাস ৷ টাইটান আই এক্স নামে এই স্মার্ট চশমা লঞ্চ করেছে টাইটন ৷ স্মার্ট গ্লাসকে সানগ্লাস, স্পেক্টেকল বা কম্পিউটার গ্লাস হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ এখানেই শেষ নয়, এই গ্লাসের মাধ্যমে গানও শোনা যাবে, এমনকি কথা বলা যাবে ফোনেও ৷ এই স্মার্ট চশমায় অডিও, টাচ কন্ট্রোল, ও ফিটনেস ট্র্যাকারের মতো একাধিক ফিচার্স রয়েছে ৷
ডিভাইসটি স্মার্টফোনের মতো কোয়ালকাম প্রসেসর থেকে অপারেট হয়ে থাকে ৷
একটি অ্যাপের মাধ্যমে এই স্মার্ট গ্লাসকে অ্যানড্রয়েড বা আইওএস দুই ধরনের ফোনের সঙ্গে যুক্ত করা যাবে ৷ স্মার্ট গ্লাস অন্যান্য চশমার থেকে অনেকটাই হালকা ৷
গ্লাসের দাম ভারতীয় মুদ্রায় ৯৯৯৯ রুপি। একবার ফুল চার্জ হওয়ার পর প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকে স্মার্ট গ্লাসের ৷ টাইটান আই প্লাস স্টোর বা ওয়েবাসইট থেকে সহজেই এই স্মার্ট গ্লাস কিনতে পারবেন ৷
কী কী বিশেষ ফিচার্স রয়েছে ?
টাইটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডায়নেমিক ভলিউম কন্ট্রোলের সঙ্গে একদম পরিষ্কার কোয়ালিটির আওয়াজ প্রদান করে থাকে স্মার্ট গ্লাস ৷ চশমাকে অডিও-র সঙ্গে যুক্ত করলে আশপাশের আওয়াজ অনুযায়ী স্মার্ট গ্লাস নিজের আওয়াজের স্পিড অ্যাডজাস্ট করে থাকে ৷
টাইটান আই এক্স স্মার্ট গ্লাস থেকে ফোন কলেরও সুবিধা মিলবে ৷ এই চশমা পরে আপনি ফোন কল রিসিভ করতে পারবেন ৷ শুধু তাই নয়, এই চশমার সাহায্যে সেলফিও ক্লিক করতে পারবেন ৷ চশমায় ট্র্যাকারের সুবিধা রয়েছে ৷ চশমা কোথাও রেখে ভুলে গেলে ট্র্যাকারের মাধ্যমে সহজেই ট্র্যাক করতে পারবেন চশমা ৷
এই স্মার্ট গ্লাসে একাধিক স্মার্ট ফিচার্স রয়েছে ৷ এর মধ্যে দুর্দান্ত অডিও কোয়ালিটি, টাচ কন্ট্রোল, ফিটনেস ট্র্যাকার, ভয়েস ইনবিল্ড আইকেয়ার নোটিফিকেশন, অ্যানড্রয়েড ও আইওএস কানেক্টিভিটির সুবিধা রয়েছে ৷