যশোরে এক রাতে একই মহল্লার চিকিৎসক শিক্ষক ও ব্যাংকারের বাড়িতে চুরি

0

স্টাফ রিপোটার ॥ যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় এক রাতে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ওই এলাকার চিকিৎসক, ব্যাংকার ও শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা তিনটি বাড়ি থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকার ক্যান্টনমেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিকেকানন্দ পালের বাসায় বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা বাসার ছাদ দিয়ে প্রবেশ করে। তারা ওই বাসার ফ্যান, পানির ট্যাপ, গোসলখানার শাওয়ারের (ঝরনার) যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা হবে বলে জানান শিক্ষক বিবেকানন্দ পাল। একই রাতে ওই এলাকার শিশু বিশেষজ্ঞ ডা. প্রকাশ চন্দ্রের চেম্বারে গভীর রাতে প্রবেশ করে চোরেরা। এসময় তার চেম্বার থেকে তারা নগদ টাকাসহ কিছু চিকিৎসা সামগ্রী নিয়ে যায়। যার মূল্য ১০ হাজার টাকা। অপরদিকে একই এলাকার নুর ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তার বাসায় হানা দেয় চোরেরা। তারা এসময় সিঁড়িঘরের নিচ থেকে বৈদ্যুতিক তার, মিটারসহ বিভিন্ন মামলামাল নিয়ে যায়। ব্যাংকার নুর ইসলাম বলেন, চুরি হয়ে যাওয়া মালামালের মূল্য প্রায় ৩০ হাজার টাকা। তিনি বলেন, চুরির ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে তিন পরিবারের পক্ষ থেকে। তবে, এ বিষয়ে যশোর কোতয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, এমন অভিযোগ নিয়ে কেউ এখন পর্যন্ত থানায় আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।