পাইকগাছায় কপোতাক্ষের তীরে অনাহারে কাটছে ময়নার জীবন

0

জি.এম. মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদের তীরে বুদ্ধি প্রতিবন্ধী ময়না বিবির (৫২) দিন কাটছে অর্ধাহারে অনাহারে। উপজেলার কপিলমুনি বাইপাস সড়কের কপোতাক্ষ নদের তীরে একটি ঝুঁপড়ি ঘরে বাস করছে ময়না বিবি। ঘরটির কিছু অংশ পলিথিন ও চট দিয়ে ছাওয়া এবং পুরাতন কাপড় দিয়ে দু-পাশ ঘেরা। এর মধ্যে এই অসহায় নারীর বসবাস। সম্পদ বলতে ছোট্ট একটা ভাঙাচোরা অসমতল চৌকিখাট। অল্প বয়সে আগড়ঘাটার কার্ত্তিকের মোড়ের পাশে করিম গাজীর সাথে বিয়ে হয় ময়নার। বিয়ের কয়েক বছর পর সেখানে একটি মেয়ে সন্তান হলেও মেয়ের ৭ বছর বয়সে হয় স্বামী পরিত্যক্তা। এর পর মেয়েকে নিয়ে বর্তমান স্থানে শুরু করে বসবাস। বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার ও চায়ের দোকানে পানি দিয়ে যা আয় হতো তাই দিয়েই চলতো সংসার। কিন্তু ১৬ বছর বয়সে মেয়েটি রোগগ্রস্ত হলে চিকিৎসার অভাবে মারা যায়। ময়না আরও অসহায় হয়ে পড়ে। তার থাকার জায়গায় নতুন স্থাপনা তৈরি হবে বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় ময়নাকে। অগত্য আশ্রয় নেয় কপিলমুনির আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের পেছনে কপোতাক্ষ নদের তীরে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় ময়না আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। জানায়, ‘নদীর ধারে শীতের তীব্রতায় রাতে ঘুমাতে পারি না। অনেকের কাছে একটি কম্বল চেয়েছি কিন্তু ভাগ্যে জোটেনি। পাইনি কোন সরকারি ত্রাণ সহায়তা। মাথা গোঁজার জন্য আশ্রায়।’ স্থানীয় হালিম হাওলাদার ও সাইদ গাজী জানান, ময়নার মত অসহায় গৃহহীন নারী কিছুই পায়না এটা বড় অমানবিক। স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার জানান, এখানে এমন একজন ব্যক্তি বাস করছে তা জানা ছিল না। তবে আমার কাছে আসলে তার জন্য কিছু করার চেষ্টা করব।