মোটরভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মোটর ভ্যানের ধাক্কায় তানিশা নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের টিটুর কন্যা। প্রতিবেশী তৌহিদুল ইসলাম জানিয়েছেন গতকাল বিকেল ৫টার দিকে বাড়ির সামনে তানিশা রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মোটর ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে সন্ধ্যায় তানিশাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।