যশোরে ইমামদের রিফ্রেসার্স কোর্স সম্পন্ন

0

যশোরে ইসলামী ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স কোর্স সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে ফাউন্ডেশন কার্যালয়ে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের যশোর জেলা উপ-পরিচালক সৈয়দ আব্দুল মইনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শেখ আবু সাহিন ও প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মুহা. আব্দুর রশিদ। বিজ্ঞপ্তি।