স্বাস্থ্যবিধি মেনে তালায় তথ্য আপার ৪৭তম উঠান বৈঠক অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা তালায় তথ্য আপার ৪৭তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তালার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তালার তথ্য কেন্দ্র আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ,জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা, তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস তিনি বৈঠকে অংশ নেওয়া নারীদের বলেন, সমগ্র তালা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সেবাসমূহ সম্পর্কে আপনাদের অবগত করছে তথ্য আপা। আপনার এখন বাড়ি বসেই সরকারের সকল সেবার কথা জানতে পারেন। এসময় তিনি সাইবার ক্রাইম সম্পর্কে নারীদের ধারণা দেন।তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ,তার বক্তব্যে তার ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেন। জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা তাঁর মূল্যবান বক্তব্যে বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও নারীদের উদ্যোক্তা হওয়ার কথা বলেন।