পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি। বুধবার রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার ১৫৫জন। একই সময় মারা গেছে ২৩ জন আক্রান্ত। রাজধানী কলকাতায় একদিনে সাত হাজার ৬০ জন সংক্রমিত ও সাত জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় চার হাজার ৩২৬ জন সংক্রমিত, আট জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় এক হাজার ৩৬১ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। উত্তর দিনাজপুরে ১৭৫জন সংক্রমিত ও দুজনের মৃত্যু হয়েছে।
করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্র ও দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি, যা রাজ্যটির সব জেলার মধ্যে সর্বোচ্চ। চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটা চলতে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।