অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য হত্যা: উত্তম সরকারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী অর্ধেন্দু গ্রেফতার, স্ত্রীর হত্যা মামলা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য উত্তম সরকার হত্যাকা-ে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি সদস্য অর্ধেন্দু মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিহত ইউপি সদস্যে স্ত্রী শ্রাবন্তী সরকার মঙ্গলবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অজ্ঞাতদের আসামি করেছেন। নির্বাচনে ৬১ ভোটে অর্ধেন্দু মল্লিককে পরাজিত করেছিলেন উত্তম সরকার। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, হত্যাকা-ে জড়িত সন্দেহে সাবেক ইউপি সদস্য অর্ধেন্দু মল্লিককে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য্য করার সিদ্ধান্ত জানিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী দিনের কথা জানাননি আদালত। উত্তম সরকার হত্যার পরপরই সোমবার রাত থেকে অর্ধেন্দু মল্লিককে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বুধবার সকালে তাকে গ্রেফতারের কথা জানান তদন্তকারী কর্মকর্তা মিলন কুমার মন্ডল। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে এ ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত ইউপি সদস্য উত্তম সরকারের স্ত্রী শ্রাবন্তী সরকার। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মামলা নম্বর ৭, তারিখ ১১.০১.২০২২।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ইউপি সদস্য অর্ধেন্দু মল্লিক ও উত্তম সরকার। নির্বাচনে অর্ধেন্দু মল্লিককে ৬১ ভোটে পরাজিত করে ইউপি সদস্য নির্বাচিত হন উত্তম। নির্বাচনকে কেন্দ্র করে উত্তম সরকারকে খুন করা হতে পারেন। পরিদর্শক মিলন বলেন, দ্রুতই এ মামলার রহস্য উম্মোচন করে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত, নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে সোমবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে তার গ্রাম হরিশপুরে রাস্তার উপর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।