খুলনা জেলা সদর থেকে পাইকগাছা-কয়রার দুরত্ব কমাতে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা-কয়রাকে খুলনা জেলা শহরের সাথে দুরত্ব কমাতে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু শুক্রবার নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি বলেন, পাইকগাছা থেকে খুলনা জেলা সদরের দুরত্ব ৬৬ কিলোমিটার ও কয়রার দুরত্ব ১০৩ কিলোমিটার। পাইকগাছা ভায়া বটিয়াঘাটার মধ্য দিয়ে এ বিকল্প সড়কটি হলে ২৫ কিলোমিটার দুরত্ব কমবে। সময় বাঁচবে দেড় ঘন্টা, কমবে যাতায়াত খরচ। এ দুরত্ব কমাতে সড়ক ও জনপদ বিভাগ ৩টি ব্রীজ নির্মাণ ও ফেরী স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের জন্য হাতে নেয়া হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওছার।