পাইকগাছার শামুকপোতা-শংকরদানার রাস্তার বেহাল অবস্থা: ৬ গ্রামের মানুষের চরম ভোগান্তি

0

জি.এম মিজানুর রহমান, পাইকগাছা, (খুলনা)॥ খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের শামুকপোতা বাজার হতে শংকর দানা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ৬ টি গ্রামসহ বিভিন্ন এলাকার শ’শ লোকের চরম ভোগান্তি। ১৫ বছরেও নেয়া হয়নি সংস্কারের উদ্যোগ। সরেজমিন জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা বাজার হতে শংকর দানা কাঠের ব্রীজ পর্যন্ত ওয়াপদার ৩ কিলোমিটার রাস্তা। যা ১৫ বছর আগে ইটের সোলিং করা হয়। দীর্ঘ এ সময়ে অতি বৃষ্টি, জোয়ারের পানির চাপে রাস্তার ইটগুলো ওয়াপদার নিচে পড়ে যাওয়ায় রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে পানার আবাদ, তেঁতুলতলা, আঁধারমানিক, শচিয়ারবন্ধ, হালদারচক, শংকরদানা সহ ৬ গ্রামের ৪০ হাজার মত মানুষ যাতায়াত করে থাকে বলে এলাকাবাসী জানিয়েছে। তেঁতুলতলা গ্রামের দেবু দাশ জানান, শামুকপোতা বাজারে আসতে হয় পায়ে হেঁটে। বাইসাইকেল নিয়ে বাজারে যেতে হলেও মাঝে সাইকেল থেকে নামতে হয়। এ রাস্তা দিয়ে এখন মটর সাইকেলও যাতায়াত করতে পারে না। তিন-চার চাকার গাড়ী চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। ভোটের সময় আসলে সবাই মুখে মুখে বহুবার রাস্তা সংস্কার করে দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য বিজন হালদার বলেন, ইউনিয়ন পরিষদের মিটিং এ চেয়ারম্যানকে বলেছি। তিনি কাজটি করবেন বলে আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের। কিন্ত সোলিং এর কাজ করেছে এলজিইডি। উপজেলা মাসিক সমন্বয় মিটিং এ উত্থাপন করেছি। উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান রাস্তাটির কাগজ পত্র তৈরী করে জেলা অফিসে পাঠিয়েছি অনুমোদন পেলে কাজ করা হবে।