কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলে নির্বাচন বাতিলের দাবিতে শিক্ষা বোর্ডে অভিযোগ

0

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা)॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন বাতিলের দাবীতে যশোর শিক্ষা বোর্ডে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিবরণে জানা যায়, গত ২২ ডিসেম্বর ষড়যন্ত্রমুলক প্রহসন মূলক জোরপূর্বক নীতি বর্হিভুতভাবে উপজেলার সোনাবাড়ি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিন করা হয়েছে। যাহাতে অধিকাংশ নির্বাচিত সদস্যকে ভোট গ্রহন করতে দেয়া হয় নি। এক তরফা ভাবে সভাপতি নির্বাচিত করা হয়। সে কারনে এলাকায় বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। এমনকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ অসন্তোষ্ট হয়েছে। সদস্য আনারুল ইসলাম, নবীছউদ্দীন ও নুরুল ইসলাম বাদী হয়ে যশোর শিক্ষা বোর্ডে একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগটি ৩জানুয়ারী যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডা.বিশ্বাস শাহিন আহম্মেদ গ্রহন করে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছেন।