মোরেলগঞ্জে সমাজসেবা দিবসে আলোচনা সভা

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এউপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মো. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান শেখ প্রমুখ।