যশোরের ৪ ইউনিয়নে এমপি নাবিলের খাদ্য সহায়তা প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পে চার ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে বুধবার খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এ নিয়ে গত ৫দিনে যশোর সদরের ১৫টি ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হলো। বুধবার বিকেলে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ইউনিয়নগুলোতে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলো এই সহায়তা পাচ্ছেন। যশোর সদরের ইছালি ইউনিয়ন, লেবুতলা, রামনগর এবং চাঁচড়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ৮০০ প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি মেহেদী হাসান মিন্টু, ছাত্রলীগ এম.এম কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন, বিপ্লব দে শান্ত, আল মামুন শিমন, আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন, মাযহারুল ইসলাম, ইমামুল কবির, আলাউদ্দিন মুকুল, খায়রুজ্জামান রয়েল, ওয়াজেদ আলী মাস্টার, মসিয়ার রহমান প্রমুখ।