অভয়নগরে বিএনপির ৪৮ নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা : আটক ১০

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যশোরের অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, পৌর বিএনপির যুগ্ম আহহ্বায়ক আসাদুজ্জামান জনিসহ ৪৮ নেতা-কর্মীর নাম উল্লেখপূর্বক বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। একই সাথে ওই মামলায় ১০ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন কুরাইশি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, আনিসুর রহমান, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অভয়গনর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক তানভির আহম্মেদ, জেলা ছাত্রদলের সদস্য মামুন বিশ্বাস, শহিদুল ইসলাম ও ইকবাল শেখ। ১ জানুয়ারি শনিবার অভয়নগর থানার এসআই বনি আমিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। মামলায় গত শুক্রবার ৩১ ডিসেম্বর রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কোরাইশি পাপ্পু, আনিসুর রহমান, মাসুদ পারভেজ সাথী, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য মামুন বিশ্বাস, ছাত্রদল নেতা ইকবাল হোসেনকে আটক দেখানো হয়েছে।
দলীয় সূত্রে দাবি করা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়া পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনিকে থানার এসআই শাহ আলম ফোন করে থানার ওসি দেখা করতে বলেছেন বলে ডেকে নেন। থানার ওসি তাকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার যশোরের প্রোগ্রামে না যেতে নির্দেশনা দেন। এক পর্যায়ে তার অনুসারী নেতা-কর্মীদের থানায় ডেকে নেন এবং পরদিন দুপুরের পর ছেড়ে দেবেন বলে জানান। কিন্তু শনিবার তাদেরকে না ছেড়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে উল্লিখিতদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।