ডি‌সেম্ব‌রে ক‌রোনায় মারা যাওয়া ৯১ জ‌নের ৭৫ জনই টিকা নেন‌নি

0

‌লোকসমাজ ডেস্ক॥ দেশজু‌ড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে ৬ লাখ ২ হাজার ৭৩৭টি নমুনার ম‌ধ্যে ৯ হাজার ২৫৫ জনের নমুনায় করোনা প‌জে‌টিভ পাওয়া গি‌য়ে‌ছে। এসব আক্রান্তদের মধ্যে ডি‌সেম্ব‌রে ৯১ জনের মৃত্যু হয়ে‌ছে। যার মধ্যে ৭৫ জনের অর্থাৎ ৮২ দশমিক ৪ শতাংশ রোগীর করোনার টিকা নেওয়া ছিল না। অবশিষ্ট ১৬ জন অর্থাৎ মাত্র ১৭ দশমিক ৬ শতাংশের টিকা নেওয়া ছিল। এদের মধ্যে আবার ৬ জনের প্রথমে ডোজ ও ১০ জনের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া ছিল। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন দেশে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন। করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি এড়াতে ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত টিকা গ্রহণের পরামর্শ দেন তিনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৯১ শতাংশ।