একে একে সব সন্তানকেই হারালেন লঞ্চে দগ্ধ সেই মা

0

লোকসমাজ ডেস্ক॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় একে একে সব সন্তানকেই হারালেন মোছা. জেসমিন আক্তার। সবশেষ রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় মারা গেলো তার আট বছর বয়সী ছেলে মো. তামিম হাসান। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে লাইফ সাপোর্টে ছিল। তার শরীরের ৩০ শতাংশ ও শ্বাসনালি পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। এর আগে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হন ছয় মাসের অন্তঃসত্ত্বা জেসমিন আক্তার (৩৫)। দগ্ধ অবস্থায় ২৫ ডিসেম্বর প্রাকৃতিকভাবেই সন্তান প্রসব করেন তিনি। কিন্তু এর দুই ঘণ্টা পরে মারা যায় মেয়ে নবজাতকটি। এছাড়া লঞ্চে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই তার আরেক মেয়ে মাহিনুর (৫) মারা যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন আক্তার। তিনি আইসিইউতে আছেন। ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যায় অভিযান-১০ লঞ্চ। এতে এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।