ঝিকরগাছায় ১১ কাউন্সিলর প্রার্থী ও বিএনপির ২৩ নেতাকর্মীর নামে নাশকতামুলক মামলার নিন্দা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্তৃক ১১ কাউন্সিলর প্রার্থী ও বিএনপির ২৩ নেতাকর্মীর নামে কথিত নাশকতামুলক মামলা হয়েছে। ফলে এসব ওয়ার্ডের অন্য রাজনৈতিক দলের ভোটার ও সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নামে পুলিশ কর্তৃক মিথ্যা, বানোয়াট মামলার ঘটনায় রবিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনসহ জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন প্রার্থী। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চলমান নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন গভীর রাতে এসব প্রার্থীদের বাড়িতে পুলিশ গিয়ে খোঁজাখুজি করছে। এছাড়া এসব প্রার্থীদের ভোট থেকে দুরে রেখে পুলিশ কর্তৃক কথিত নাশকতামুলক মামলা দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীদের খুশি করতে ১ জানুয়ারী ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাউন্সিলর প্রার্থীরা যথাক্রমে, পৌরসদরের কীর্তিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরমান হোসেন কাকন, মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পিয়াল হাসান, মৃত-গোলাম মোস্তফার ছেলে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান কালু, মৃত-আব্দুর রহমানের ছেলে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান বাবু, মৃত-শমসের আলী সরদারের ছেলে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সরদার শহিদুল ইসলাম বুদো, মৃত-আব্দুল খালেকের ছেলে ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং প্রার্থী মশিয়ার রহমান, পুরানন্দরপুর গ্রামের মৃত-খোদা বক্সের ছেলে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান বিশ্বাস, পারবাজার থানামোড় এলাকার মৃত-আব্দুল খালেকের ছেলে ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গোলাম কাদের বাবলু, পুরান্দরপুর গ্রামের মৃত-সৈয়দ আব্দুল কাদেরের ছেলে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান বাবলা, মৃত-রওশন আলীর ছেলে ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং প্রার্থী মতিয়ার রহমান, হাজিরালী গ্রামের নুরবক্স মন্ডলের ছেলে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ।
এদিকে ১১ কাউন্সিলর প্রার্থী এবং বিএনপির ২৩ নেতৃবৃন্দের নামে পুলিশ কর্তৃক মির্থ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, মেয়র পদপ্রার্থী ইমরান হাসান নিপুন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মুরাদুন্নবী মুরাদ, ও যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি। অনুরুপ বিবৃতি দিয়েছেন, পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, রুহুল আমীন সুজন, হুমায়ুন কবীর, হাবিবুর রহমান মন্টু, রাশিদুল মমিন সুজন প্রমূখ।