যশোর বসুন্দিয়া ইউনিয়ন স্বতন্ত্রপ্রার্থী নুরুজ্জামান খানের প্রার্থিতা প্রত্যাহার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদের মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা অ্যাড. নুরুজ্জামান খান। শনিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। একজন দায়িত্বশীল বিএনপি নেতা হিসেবে বর্তমান অবৈধ এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া সমীচীন নয় দাবি করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে অ্যাড. নুরুজ্জামান খান বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তার ইউনিয়নে শান্তিপ্রিয় মানুষের অনুরোধে তিনি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী হিসেবে ‘আমি পরবর্তীতে দেখতে পেলাম মানুষ এ সরকারকে বিশ্বাস করতে পারছেন না। তারা মনে করছেন এই মুহূর্তে নির্বাচনের চেয়ে রাজপথে আন্দোলনই শ্রেয়।’ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ও গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন বর্তমান রাজধানীর এভার কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ অবস্থায় সরকার তাঁকে বিদেশে চিকিৎসা করতে অনুমতি দিচ্ছে না। তাঁর উন্নত চিকিৎসার জন্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ পেশাজীবী, সামাজিক সংগঠনগুলো রাজপথে আন্দোলন করছে। ইতিমধ্যে এ দাবি গণদাবিতে পরিণত হয়েছে। এ অবস্থায় তার মতো দলের সচেতন রাজনৈতিক কর্মী ফ্যাসিবাদী এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া দলের সাথে বেঈমানের শামিল। তাই দলের প্রতি আস্থা ও আনুগত্য রেখে তার প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সহ-যগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির প্রমুখ। প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি যশোর সদরের ১৫ ইউনিয়নে ভোট গ্রহণ হবে।