খুলনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচি শুরু

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনায় তিনদিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে নগরীর টুটপাড়া কবরস্থানে প্রয়াত ছাত্রদল নেতাদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের জেলা সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর আহবায়ক ইশতিয়াক আহমেদ ইসতি, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, নগর সদস্য সচিব মো. তাজিম বিশ্বাস, হাসান মাহামুদ, সৈয়দ ইমরান, গাজী মনিরুল ইসলাম, মো. আবু জাফর, মাজহারুল ইসলাম রাসেল, আব্দুর রহিম বাদশা, এস এম ইউসুফ, মাহামুদুল হাসান, মো. ইমরান মল্লিক, মো. রাজু আহমেদ, ইসরাইল হোসেন জিসান, এস এম নয়ন, তারিকুল ইসলাম, আরিফ মোল্লা, ইমরান সালেহ সিফাত, নাজের মাহমুদ নিবিড়, সাকিব রেজা, সোলাইমান হোসেন রাহাত, মাহামুদুল আলম সাহিল প্রমুখ। এছাড়া ৩ জানুয়ারি সোমবার দুপুর ২ টায় দলীয় কার্যালয় চত্বরে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও বিশাল ছাত্র গণ জমায়েত অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।