বাগেরহাটে মুদি দোকানিকে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট সদর উপজেলায় বাকিতে পণ্য বিক্রি না করায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করে এক যুবক। বৃহষ্পতিবার গভীর রাতেবাগেরহাট সদর উপজেলার হযরত খানজাহান আলী মাজার রোড়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে নিহতের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। দুপুরে এই ঘটনায় নিহতের ভাতিজা মল্লিক রাব্বী বাদী হয়ে কবিরের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মল্লিক দোলোয়ার হোসেন (৫৫) সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে ইমান মল্লিকের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকায় মুদি দোকান চালাতেন তিনি। আটক শেখ হুমায়ুন কবির (২২) পাশের সুন্দরঘোনা গ্রামের মহিদ শেখের ছেলে।
বাগেরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. রেফাতুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ারের দোকানে কেনাকাটা করতে যান কবির। বিভিন্ন পণ্য প্যাকেট করার পর টাকা না দিয়ে বাকি রাখতে চান কবির। দোকানি তাতে রাজি না হওয়ায় ক্ষুব্দ হয়ে কবির তার দোকানের লোহার রড় দিয়ে মাথায় একাধিক আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কবিরকে ওই মুদি দোকান থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির তাকে পিটিয়ে হত্যা করার স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের ভাতিজা মল্লিক রাব্বী বাদী হয়ে কবিরের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।