রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে মানববন্ধন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলার ডাকবাংলো মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল আলী, সাবেক অধ্যক্ষ মো. মজনুর রহমান, সাবেক অধ্যাপক কৃপাসিন্ধু বিশ্বাস, শেখ আফজাল হোসেন, অধ্যাপক মো. বজলুর রহমান, অধ্যাপক মো. ইয়াছিন আলী, শিক্ষক গোবিন্দ লাল পাল, নাজমুল হুদা, জালাল উদ্দীন দুলাল, বেলা’র নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মিলন মন্ডল, কৃষ্ণা রানী দে, সবুজ রায় প্রমুখ। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।