বেনাপোলে দুটি অস্ত্র মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল পোর্ট থানার পৃথক দুটি অস্ত্র মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার এ সংক্রান্তে পুলিশের দায়ের করা আবেদনের পৃথক শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন-শার্শা উপজেলার পুটখালীর মো. আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (২৮), মো. আব্দুল মমিনের ছেলে মো. আজিজুর রহমান (২৯), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার নরসিংহপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. নাদিম (৩০) ও যশোরের ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. শামীম রেজা (২০)।
মামলার বিবরণে জানা যায়, গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দিঘিরপাড় এলাকার মেসার্স শাহজালাল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগজিন ও ৩৪ রাউন্ড গুলিসহ আব্দুল্লাহ ও আজিজুর রহমানকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি নায়েব সুবেদার মো. নুরুল আমীন ১৮৭৮ সালের অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। এই মামলায় আটক দুজনকে আদালতে সোপর্দ করে তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম। বুধবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক তাদের প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে গত ২২ ডিসেম্বর সকাল পৌনে নয়টার দিকে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালীতে অভিযান চালান। এ সময় সেখান থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১টি ওয়ান শ্যুটারগান ও ৭ রাউন্ড গুলিসহ নাদিম ও শামীম রেজাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার জাকির হোসেন ১৮৭৮ সালের অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। এই মামলায় আটক দুজনকে আদালতে সোপর্দ করে তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মো. রোকনুজ্জামান। বুধবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক তাদের প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।