চৌগাছায় পাঠাগার ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার মুক্তারপুর গ্রামে ‘অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগার’ ও ‘হাজী আব্দুল জলিল স্বাস্থ্যসেবা কেন্দ্র’-এর উদ্বোধন হয়েছে। বুধবার সকালে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই পাঠাগার ও স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন। মুক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সময় তিনি বলেন, ‘আমি যে স্থানে এসেছি সেই স্থানটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান। এই স্কুল মাঠেই ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন, দিয়েছিলেন মুক্তির বার্তা। আমি গর্বিত এখানে আসতে পেরে।’ তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ চিন্তা করতে হলে আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের নির্বাহী পরিচালক ও সাবেক সচিব রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান ড. এম. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, পৌর মেয়র নূূর উদ্দিন আল মামুন হিমেল, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার লাকী প্রমুখ।