৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

0

লোকসমাজ ডেস্ক॥ সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তাতে অনেকেই ভেবেছিল, ম্যাচটি হয়তো অমিমাংসিতভাবেই শেষ হবে। কিন্তু তৃতীয় দিন এসে একদিনেই ১৮টি উইকেট পড়ার পর আর সন্দেহ রইলো না যে, ম্যাচটাতে ফল হতে যাচ্ছে। কারণ ভারতীয় বোলিংয়ের সামনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। যদিও চতুর্থ দিন শুরুতে এসে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররাও। তারাও অলআউট হয়েছে মাত্র ১৭৪ রানে। যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩০৫ রানের। জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই একটি উইকেট হারিয়ে বসেছে প্রোটিয়ারা। দলীয় ১ রানের মাথায় ওপেনার এইডেন মারক্রাম বোল্ড হয়েছেন মোহাম্মদ শামির বলে। এরপর জুটি বেধেছেন অপর ওপেনার এবং অধিনায়ক ডিন এলগার এবং কিগান পিটারসেন। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ১২.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৩। জয়ের জন্য এখনও ২৭২ রান প্রয়োজন স্বাগতিকদের। তৃতীয় দিন শেষ দিকে এসে যখন দক্ষিণ আফ্রিকা ১৯৭ রানে অলআউট হলো, তখন ১৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয়রা, তখন শুরুতেই একটি উইকেট হারিয়েছে তারা। মায়াঙ্ক আগরওয়াল আউট হন ৪ রান করে। ১৬ রানে তৃতীয় দিন শেষ করে তারা।
চতুর্থ দিন ব্যাট করতে নামার পর প্রোটিয়া বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখোমুখি হয় বিরাট কোহলিরা। কোনো ব্যাটারই ঠিকমত দাঁড়াতে পারেনি স্বাগতিক বোলারদের সামনে। লোকেশ রাহুল আউট হন ২৩ রান করে। শার্দুল ঠাকুর করেন ১০ রান। চেতেশ্বর পুজারা করেন ১৬ রান। বিরাট কোহলি আউট হন ১৮ রান করে। আজিঙ্কা রাহানে করেন ২০ রান এবং রিশাভ পান্ত সর্বোচ্চ ৩৪ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন করেন ১৪ রান। মোহাম্মদ শামি আউট হন ১ রান করে। বুমরাহ অপরাজিত থাকেন ৭ রান। মোহাম্মদ সিরাজ অপরাজিত থেকে যান কোনো রান না করে। শেষ পর্যন্ত ৫০.৩ ওভার খেলে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেন নেন ৪টি করে মোট ৮ উইকেট। বাকি ২ উইকেট নেন লুঙ্গি এনগিদি।