মঙ্গলকোট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৪২ জনের নামে থানায় অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ যশোরের কেশবপুর উপজেলায় আসন্ন মঙ্গলকোট ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় এক স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় নৌকা প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসসহ ৪২ জনের নামে থানায় অভিযোগ করেছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মনোনয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন। ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মাধর করাসহ প্রচারে বাধা দেওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। হামলায় তিন কর্মী জখম হওয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও তারা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসের কর্মীরা গত রোববার রাতে কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণ করে এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মনোয়ার হোসেনের কর্মীদের উপর হামলা চালায়। হামলায় নেলু গাজী ও ছোট খোকন আহত হলে নেলু গাজীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন নেলু গাজীকে দেখতে যাওয়ার পথে আনারস প্রতীকের কর্মী বড়েঙ্গা গ্রামের ইলিয়াস হোসেন পাপ্পুকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নৌকা প্রতীকের সমর্থকরা পিটিয়ে আহত করে। এ ঘটনায় নৌকার প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসসহ ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। এ দিকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় তার বাড়িতেও তারা সোমবার সকালে হামলা চালানো হয় বলে তাদের পক্ষ থেকে জানানো হয়। সব মিলিয়ে এ ইউনিয়নটির নির্বাচনী পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। অভিযোগের বিষয়ে আব্দুল কাদের বিশ্বাস বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো কর্মী-সমর্থক জড়িত নেই। তিনি উল্টো অভিযোগ করে বলেন, আনারস প্রতীকের কর্মীরাই তার কর্মী মোক্তার আলীকে মেরে রোববার রাতে ডান পা ডেঙ্গে দিয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান প্রাপ্ত অভিযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।