খাজুরায় চিত্রা নদীর ৪টি আড়বাঁধ উচ্ছেদ

0

খাজুরা(যশোর) প্রতিনিধি ॥ যশোরের খাজুরায় চিত্রা নদীতে অবৈধ আড়বাঁধ (আড়াঅড়িভাবে দেওয়া বাঁধ) উচ্ছেদে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন। এদিন বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪টি আঁড়বাধের বাঁশ কেটে উচ্ছেদ করা হয়। এছাড়া বাঁধে ব্যবহৃত কারেন্ট জাল কেটে তা পুড়িয়ে দেওয়া হয়। বাঁধগুলোর মালিকেরা হলেন স্থানীয় ঘোপদূর্গাপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস, একই গ্রামের মৃত কাঠিরাম বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাস, ভক্তি বিশ্বাসের ছেলে বিশে বিশ্বাস ও ধর্মগাতী গ্রামের ভন্ডল বিশ্বাসের ছেলে রবি বিশ্বাস। তবে এদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তারা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাত সাংবাদিকদের জানান, উপজেলার সীমাখালী ব্রীজ থেকে তৈলকুপ ব্রীজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নদীপথে ১০টিরও অধিক আড়বাঁধ রয়েছে। এক শ্রেণীর অসাধু মৎস ব্যবসায়ী এই আড়বাঁধ এবং পাটা দিয়ে অবৈধ কারেন্ট জালের মাধ্যমে মাছ শিকার করছে। এতে নদীতে উৎপাদিত মাছের রেনু পোনাসহ অন্যান্য মাছ নিধন হয়ে যাচ্ছে। ফলে নদী কুলের সহ¯্রাধিক জেলে বা মালো পরিবার মানবেতর জীবন যাপন করছে। অবৈধ বাঁধ উচ্ছেদে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরো জানান, সোমবার দ্বিতীয় দিনে ঘোপদূর্গাপুর ও ধর্মগাতী এলাকায় ৪টি আঁড়বাধ উচ্ছেদ করা হয়। এর আগে চন্ডিপুর এলাকায় ২টি বাঁধ উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে অরশিষ্ট বাঁধগুলো উচ্ছেদ করা হবে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপজেলা মৎস কর্মকর্তা পলাশ বালা, খাজুরা পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ হযরত আলী উপস্থিত ছিলেন।