এক হাত নিলেন প্রিয়াংকা

0

লোকসমাজ ডেস্ক॥ প্রায় আড়াই ঘণ্টার সিনেমা ‘ম্যাট্রিক্স রেজারেকশন্স’-এ প্রিয়াংকা চোপড়াকে পর্দায় দেখা যায় মাত্র ৮-১০ মিনিটের জন্য। এটা যারা সামনে আনছেন, তাদের এক হাত নিয়েছেন এই বলিউড তারকা। তিনি বলেছেন, চরিত্রের ভূমিকার দৈর্ঘ্য নিয়ে যারা প্রশ্ন করছেন, তারা ‘ছোট মনের’ অধিকারী। এশিয়ান সানডে টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াংকা এমনটা বলেন। ম্যাট্রিক্স সিরিজের নতুন চলচ্চিত্রটি এ মাসেই মুক্তি পেয়েছে। বলিউড থেকে হলিউডে যাওয়া প্রিয়াংকা এখানে সাতি নামে একটি নির্বাসিত প্রোগ্রামের চরিত্র রূপায়ণ করেছেন। সিনেমার এই চরিত্রটি মূলত ২০০৩ সালের ‘দ্য ম্যাট্রিক্স রেভোলিউশন্স’-এ থাকা একটি শিশু চরিত্রের পূর্ণবয়স্ক রূপ। সিনেমাটিতে তার এই চরিত্রের ব্যাপ্তি নিয়ে যে কথা উঠেছে, সাক্ষাৎকারে প্রিয়াংকা সেই জবাবই দেন।
প্রিয়াংকা সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিককে হাসতে হাসতে বলেন, দক্ষিণ এশিয়ার মানুষ যে রকম প্রশ্ন করে, ওহ, এটি একটি ছোট এক চরিত্র, কোনো বড় চরিত্র নয়, কেন আপনি এটা করেছেন? সে রকম প্রশ্নের উত্তর চান? আমি মনে করি, এইভাবে চিন্তা করা দূরদৃষ্টিহীনতা এবং খুব ছোট মানসিকতা। এই বলিউড তারকা মনে করেন, এটা দ্য ম্যাট্রিক্স সিরিজের একটি চলচ্চিত্র, আর তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায়ই ছিলেন। প্রিয়াংকা বলেন, এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে ম্যাট্রিক্স রেজারেকশন্সের গুরুত্বপূর্ণ অন্য অভিনেতাদেরও খাটো করা হয়। প্রিয়াংকা বলেন, বলিউডেও অভিনয়ের ক্ষেত্রে তিনি সব সময়ই চরিত্র দেখেই চলচ্চিত্র হাতে নেন, সেটা মূল ভূমিকায় কিনা, তা দেখে নয়। বলিউডে প্রিয়াংকার সর্বশেষ সিনেমা ছিল ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’। বর্তমানে তার হাতে রয়েছে ফারহান আখতারের ‘জি লে জারা’, যেখানে তার সঙ্গে থাকবেন আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ, অ্যামাজন সিরিজ ‘সিটাডেল’; এবং রোমান্টিক ড্রামা ‘টেক্সট ফর ইউ’।