ইউপি নির্বাচন কোনো কাজে আসছে না: ন্যাপ নেতা সিদ্দিকুর

0

লোকসমাজ ডেস্ক॥ ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো কাজে আসছে না বলে দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘এই নির্বাচনে মার্কা (দলীয় প্রতীক) দেওয়ার ফলে মারামারি, কাটাকাটি বেশি হচ্ছে। আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগের, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের মারছে।’ নতুন নির্বাচন কমিশন গঠনের ওপর রাষ্ট্রপতির সংলাপ শেষে কাজী সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। রোববার (২৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় সাত সদস্যবিশিষ্ট একটি দল বঙ্গভবনে সংলাপ শেষে বের হয়ে আসে। সিদ্দিকুর রহমান বলেন, ‘সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। এসব নির্বাচন কোনো কাজে আসছে না। এখানে আওয়ামী লীগের লোকজনই অংশ নিচ্ছে। মার্কা থাকায় দলের মনোনয়নের প্রয়োজন হয়। ফলে কেউ হয়তো টাকা দিয়ে মনোনয়ন পেয়ে যায়। তাই দলের লোক হয়েও মনোনয়ন না পেয়ে নিজেদের মধ্যেই মারামারি করে।’ তিনি বলেন, ‘মার্কা কোনো ফল বয়ে আনছে না। মানুষ তার নিজের ভোট দিতে গিয়েও ভয় পাচ্ছে। নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলোকেই মারছে।’
স্থানীয় নির্বাচনে রাষ্ট্রপতি দলীয় প্রতীকের পক্ষে ছিলেন না দাবি করে ন্যাপের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে নির্বাচন ব্যবস্থার কথা বলেছি। তিনি (রাষ্ট্রপতি) ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মার্কার পক্ষে ছিলেন না। দলগুলোও এখন সেটা বুঝতে পারছে। আগে তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।’ এর আগে বিকেল ৪টায় ন্যাপের সাত সদস্যবিশিষ্ট একটি দল বঙ্গভবনে প্রবেশ করে। বঙ্গভবন থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদ। এসময় দলের বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।