জুহি চাওলাকে তিরস্কার দিল্লী হাইকোর্টের

0

লোকসমাজ ডেস্ক॥ ৫-জি চালুর বিরুদ্ধে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার পিটিশন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি জে আর মৃধা। তার বিরুদ্ধে দিল্লী হাইকোর্টে গিয়েছেন বলিউড অভিনেত্রী। এ ব্যাপারে ২৫ জানুয়ারি শুনানি হবে হাইকোর্টে। তবে বিষয়টি খুব জরুরি নয় বলে জানিয়েছেন আদালত। বিচারপতি বিপিন সঙ্ঘীর নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ বলেছেন, এটার আগে আরও একাধিক মামলা শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। জুহিকে উদ্দেশ্য করে বেঞ্চ বলেছেন, “আদেশটা জুনের। আপনি এখন এসেছেন, ৬ মাস পেরিয়ে যাওয়ার পর।” বৃহস্পতিবার প্রথমে জুহির আবেদন ফেব্রুয়ারিতে শুনানির জন্য তালিকাভুক্ত হয়। জুহির কৌঁসুলি সলমন খুরশিদ আদালতে শুনানির দিন এগিয়ে আনার আবেদন করেন। গত জুনে জুহি ও আরও দুইজন দেশে ৫-জি চালুর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ত্রুটিপূর্ণ ও আইনি প্রক্রিয়ার অপব্যবহার আখ্যা দিয়ে খারিজ করে বিচারপতি বলেন, “স্রেফ প্রচারের লোভে এই মামলা।” ২০ লাখ টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। জুহি ও বাকিরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদনে বলেন, “বিচারপতি এক্তিয়ারবহির্ভূতভাবে আবেদন খারিজ করেছিলেন, যা প্রতিষ্ঠিত আইনের পরিপন্থী।”