বড়দিন উপলক্ষে ঝিকরগাছার শিমুলিয়া মিশন পল্লীতে উৎসবের আমেজ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ ২৫ ডিসেম্বর খ্রিস্টান (যিশু খ্রিষ্ট্রের জন্মদিন) সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষ্যে ঝিকরগাছার শিমুলিয়া খ্রিষ্ট্রান মিশন পল্লীতে উৎসবের আমেজ। গতকাল শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিমুলিয়ার মিশন পল্ল¬ীর ঘরে ঘরে ছিল খ্রিষ্ট্রান সম্প্রদায়ের বড়দিনের আনন্দ উৎসবের আমেজ। ২৫ ডিসেম্বরের শুরুতে (রাত ১২টা ১মিনিটে) শিমুলিয়া মিশনের প্রধান ফাদার মিঃ বাবলু সরকার গীর্জায় বড়দিনের অনুষ্ঠান শুরু করেন। এসময় ধর্মপ্রাণ খ্রিষ্ট্রান ধর্মাবলম্বিরা প্রার্থনা সভায় যোগ দেন। এদিকে প্রতিবারের ন্যায় এবারও শিমুলিয়ার মিশন পল্ল¬ীর কয়েক’শ খ্রিস্টান ধর্মাবলম্বি পরিবার তাদের গৃহসাজ-সজ্জা-থেকে শুরু করে বড়দিনের নতুন পোষাকে সেজেছে। গীর্জা প্রাঙ্গনে বড়দিন উপলক্ষ্যে ৭দিন ব্যাপি বিশাল মেলা বসেছে। মেলা প্রাঙ্গনে খ্রিস্টান সম্প্রদায় ছাড়াও হিন্দু, মুসলিম, বৌদ্দসহ সব ধর্মের হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। মেলায় প্রাঙ্গনে বিভিন্ন ধরনের বাহারি পণ্যে সামগ্রীর সমাহার ঘটেছে। মনকাড়া বাহারি হরেক পণ্যের পৃথক পৃথক বেশ কিছু স্টল দিতে দেখা গেছে। মেলার মাঠে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে। শিমুলিয়া মিশনের ছোট ফাদার মিঃ রনি মন্ডল জানিয়েছেন, যিশু খ্রিষ্ট্রের জন্মদিন উপলক্ষে যে আনন্দের বার্তা এসেছে তা সকলের মাঝে ভাগাভাগি করতে পারায় বড় দিনের মুল লক্ষ্য। এছাড়া চলমান করোনা পরিস্থিতি ও প্রশাসনের কড়াকড়ির কারনে ৭দিন ব্যাপি মেলা চললেও শুধুমাত্র ২৮ ডিসেম্বর সন্ধ্যায় গীর্জা প্রাঙ্গণে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও জানান তিনি।