৬ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

0

লোকসমাজ ডেস্ক॥ কক্সবাজারের উখিয়ার বালুখালী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ পিস ইয়াবাসহ মাহাত নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে র‌্যাব-১৫ এর একটি টিম তাকে গ্রেফতার করে। শনিবার র‌্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল আমিন সরকার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। গ্রেফতার রোহিঙ্গা যুবক উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মো. কালুর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি চক্র ইয়াবা পাচার করা আসছিল। গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতার রোহিঙ্গা যুবকের কাছ থেকে ছয় লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।