‘দলীয় ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পাচ্ছেন’

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণ করা হচ্ছে। দলের ক্যাডারদের মধ্য থেকেই এখন উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে।’ শনিবার (২৫ ডিসেম্ব) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চার যুগপূর্তী উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। এতে বুদ্ধিজীবী, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক সবারই অংশীদারত্ব আছে। সমাজের বড় একটি অংশ সবসময় ফ্যাসিবাদীদের সমর্থন দিয়ে থাকে। আজকে দেশের বুদ্ধিজীবীরা কোথায়? তারা তো দালালির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান হয়েছে। ফ্যাসিবাদকে কর্তৃত্ববাদ বলা ঠিক হবে না। এটি একটি নিকৃষ্ট ফ্যাসিবাদ। ক্লাসিক্যাল ফ্যাসিবাদে কোনো গোপনীয়তা নেই। তবে এই ফ্যাসিব্যাদে গোপনীয়তা আছে। আইন-আদালতকে ব্যবহার করে দমন-পীড়ন করার মতো উদাহরণ আমরা এই ফ্যাসিবাদে দেখতে পেলাম।’ ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, ‘ইউরোপবাসী দেখতে পেয়েছিল, তাদের গণতন্ত্র নেই, তারা নির্যাতিত। তখনই রেনেসাঁর আন্দোলনের সূচনা হয়। লুই রাজাদের অত্যাচারের কাহিনী ইতিহাসে রচিত আছে। চতুর্দশ লুই বলেছিলেন, আমিই রাজা, আমিই রাষ্ট্র৷ আজকে আমাদের দেশেও সেই অবস্থা। একজন শাসকের কথা ছাড়া আজকে দেশে গাছের একটা পাতাও নড়ে না। আজ একজন প্রতিমন্ত্রী এত কথা বলেন। এসব কি শুধুই তার মুখের কথা?’ তিনি বলেন, ‘পাকিস্তান আমলে যে অবস্থা ছিল, আজকে তার চাইতেও খারাপ অবস্থা। এ থেকে উত্তরণের জন্য একটি রেনেসাঁর প্রয়োজন।’