জীবননগরে দুই ভাইয়ের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ৮

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ জীবননগরে দুই ভাই পরস্পরের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন। এদিকে বুধবার রাতের এ হামলায় চার নারীসহ আটজন আহত হয়ে জীবননগর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান,উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারপাড়ার মোল্লা জালাল উদ্দিন তার বসতঘর সংলগ্ন দোকান ঘর গত আট বছর আগে প্রতি মাসে ৮শ টাকা চুক্তিতে আপন ভাই আলাউদ্দিনকে ভাড়া দেন। কিন্তু মোল্লা আলাউদ্দিন গত এক বছর ধরে ভাড়া পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টায় ব্যর্থ হয়ে মোল্লা জালাল উদ্দিন থানা এবং ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সালিশ হওয়ার কথা ছিল। মোল্লা জালাল উদ্দিন জানান, ‘ ভাই মোল্লা আলাউদ্দিন লোকজন নিয়ে আমাদের বাড়ি হামলা চালিয়ে আমাকে,আমার স্ত্রী রোকেয়া, মেয়ে লাকী ও ছেলে রাজিবকে মারধর করে। এ সময় তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। প্রতিবেশীরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’ অভিযুক্ত ভাই মোল্লা আলাউদ্দিন বলেন,‘আমার বড় ভাই মোল্লা জালাল উদ্দিন বাড়ির জমির সঠিক হিস্যা আমাকে না দিয়ে তিনি সামনের পজিশন দখল করে ভোগ দখল করে আসছেন। বিরোধপূর্ণ জমি মাপ দেওয়ার প্রস্তাব দিলেও তিনি মানছেন না। আবার উল্টো আমাদের বিরুদ্ধে ইউএনও অফিসে অভিযোগ দিয়ে হয়রানি করছেন। বুধবার রাতে দফায় দফায় তারা আমাদের ওপর হামলা করে আমার স্ত্রী হালিমা বেগম, ছেলে খালিদ,হালিম ও মেয়ে খুশিকে জখম করে। আমরা তাদের ওপর হামলা করিনি বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে দু পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।