তালা উপশহরকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে স্মারকলিপি

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপ-শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কৌশলের আওতায় আনতে আগ্রহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমরা বন্ধু’। সংগঠনটি ব্যবস্থা গ্রহণে বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে। ‘আমরা বন্ধু’ তালা টিমের সদস্য আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, তালা উপশহরে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থাকার পরেও বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। তাই মানুষ বাধ্য হয়ে অসচেতনভাবে যেখানে সেখানে আবর্জনা স্তূপ করছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই আমরা চাই সবাই মিলে বসে একটা সিস্টেম বের করার জন্য এ স্মারকলিপি প্রদান। এসময় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন এ বিষয়ে সকলে একসাথে বসে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।