প্রবল বর্ষণে মারা গেল তিন শতাধিক বকছানা

0

নজরুল ইসলাম আকন, শরণখোলা (বাগেরহাট) ॥ শরণখোলায় প্রবল বর্ষণে মারা গেছে তিন শতাধিক বকছানা। এ ঘটনায় ১২ বছরের আবাস ছেড়ে বকেরা পাড়ি জমিয়েছে অজানা পথে। ২০০৯ সালে দুটি সাদা বক এসে বাসা বাঁধে উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের একটি মেহগিনি গাছে। এক জোড়া ছানা জন্মের আট মাস পর বক দুটি ছানাদের নিয়ে পাড়ি জমায় পুরানো আবাসে। পরের বছর একই সময় হাজির হয় ১০ জোড়া বকের একটি দল। এভাবে প্রতি বছর বকের সংখ্যা বাড়তে থাকে। ২০২০ সালে বকের সংখ্যা দাঁড়ায় সহাস্রাধিক। প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন বকের মেলা দেখতে।
২৪ জুলাই থেকে ২৮ জুলাই অবিরাম বর্ষণের কবলে পড়ে তিন শতাধিক বকছানা মারা যায়। প্রবল বৃষ্টিতে বাসা ভেঙে মাটিতে পড়ে মারা যায় বাচ্চাগুলো। এ অবস্থায় ভয়ে অনেক বক এলাকা ছেড়ে চলে যায় দূর-দূরান্তে।