টানা চারবার শীর্ষে থেকে বছর শেষ বেলজিয়ামের

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে কেবল ৩৫২টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। ১৯৮৭ সালের পর থেকে এক বর্ষপঞ্জিকায় এত কম ম্যাচ কখনো খেলা হয়নি। কিন্তু ২০২১ সালে এসে গতবারের কমতি পুষিয়ে দিলো রেকর্ড ১১১৬ ম্যাচ মাঠে গড়িয়ে। এক বছরের ব্যবধানে ম্যাচের সংখ্যায় বিশাল পরিবর্তন এলেও ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থান থাকল আগের মতোই। ২০১৮ সাল থেকে টানা চতুর্থবার এককভাবে শীর্ষে থেকে বছর শেষ করল বেলজিয়াম। তাদের চেয়ে মাত্র ২.১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বছর শেষ করল তৃতীয় স্থানে থেকে। গত এক বছরে সবচেয়ে অগ্রগতি হয়েছে কানাডার (৪০তম)। গোল্ড কাপের সেমিফাইনালিস্টরা ১৩০.৩২ পয়েন্ট অর্জন করেছে এই ১২ মাসে। ইউরোর রানার্সআপ ইংল্যান্ড চতুর্থ স্থানে। আর চ্যাম্পিয়ন ইতালি ছয় নম্বরে। পঞ্চম স্থানে আগের মতোই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেরা দশের অন্য দলগুলো হলো স্পেন (৭), পর্তুগাল (৮), ডেনমার্ক (৯) ও নেদারল্যান্ডস (১০)। যুক্তরাষ্ট্র (১১) এক ধাপ পেছনে ফেলেছে জার্মানিকে (১২)। বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে র‌্যাংকিংয়ে। তারা ১৮৭ নম্বর থেকে ১৮৬তম স্থানে। গত মে মাসের (১৮৪তম) পর এটাই তাদের সেরা অবস্থান।