কলারোয়ার সোনাবাড়ীয়ায় অসম্পূর্ণ বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনের অভিযোগ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও দাতা সদস্য চারজনকে বাদ রেখে এক তরফাভাবে পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এই অভিযোগে ওই বিদ্যালয়ের অভিভাবক ও দাতা সদস্যরা ক্ষোভে ফেটে পড়েছেন। অভিভাবক ও দাতা সদস্যরা ওই কমিটি বাদ দিয়ে পুনরায় ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনারুল ইসলাম, শরিফুজ্জামান উজ্জল, নবিছউদ্দীন সরদার ও দাতা সদস্য নুরুল ইসলাম জানান, সোমবার সকালে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সংসদ সদস্য প্রতিনিধি এসএম আমজাদ হোসেনের নামে সভাপতির ভোট গ্রহণ হয়। অভিভাবক সদস্য ও দাতা সদস্যদের ভোট বাদ দিয়ে এক তরফাভাবে বিদ্যালয়ের ৩জন শিক্ষক প্রতিনিধি স্বপন কুমার চৌধুরী, জিএম সেলিম রেজা, রোখসানা খাতুন, দুইজন অভিভাবক সদস্য মনিরুল ইসলাম ও রেশমা খাতুনকে ডেকে নিয়ে সভাপতি নির্বাচন করা হয়। এদিকে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তাপস কুমার দাস বলেন,বিদ্যালয়ের ৯জন প্রতিনিধির ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে ৫জন প্রতিনিধি ভোট প্রয়োগ করে সংসদ সদস্য প্রতিনিধি এসএম আমজাদ হোসেনকে সভাপতি নির্বাচিত করেন। অন্যদিকে অভিভাবক সদস্য ও দাতা সদস্যকে বাদ দিয়ে সভাপতি নির্বাচন করায় তারা পুনরায় ভোগ গ্রহনের দাবি জানান।