যশোরে পৃথক ঘটনায় নয়জন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক ঘটনায় ৯ জন আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুরে যশোর সদর উপজেলার রহেলাপুর গ্রামে হামলায় আহত হন, আব্দার রহমান (৬০), তার স্ত্রী রাবেয়া বেগম (৫৫), কন্যা আসমা খাতুন (২৫), দু’ছেলে আল-মামুন (২০) ও সাইফুল হাসান ইমন (১৮)। আহত আব্দার রহমান জানিয়েছেন, দুপুর ১টার দিকে তিনি ও তার পরিবারের লোকজন বাড়িতে বসেছিলেন। এ সময় একই গ্রামের ৪/৫ জন অতর্কিত হামলা চালায়। তারা আব্দুর রহমানকে আছাড় মারে এবং শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় স্ত্রী রাবেয়া বেগম, কন্যা আসমা তাকে উদ্ধার করতে আসলে তাদেরকে বেদম প্রহার করা হয়। এর আগের দিন মঙ্গলবার আল মামুন ও সাইফুল হাসানকে মারপিট করে তারা। সবুজ আব্দুর রহমানের কন্যা আসমাকে বিয়ে করে পরে ২ শিশুসন্তানসহ তালাক দেয়। বর্তমানে সবুজ তার তালাকপ্রাপ্ত স্ত্রী আসমা খাতুনকে ঘরে নিতে চায়। কিন্তু আব্দার রহমান তাতে রাজি না হওয়ায় সবুজ লোকজন দিয়ে ওই পরিবারের ওপর নির্যাতন চালাচ্ছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে বলে আহতরা জানিয়েছেন। একইদিন বিকেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাজিয়া বেগম (৪৮) নামে এক নারী আহত হন। এ সময় তার দু’নাতী সামিয়া আক্তার (২) ও শামীম হোসেন (২) নানীর কোল থেকে কেঁড়ে নিয়ে দুরে ছুড়ে ফেলে দেয়া হয়। পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের রাশেদ তাজিয়া বেগমের বাম হাতে ছুরিকাঘাত করে। তাজিয়া বেগম হাসিমপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। এছাড়া সকাল ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে শামীম হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা মারপিট করে। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ছাতিয়ানতলা ঘোপ গ্রামের আছর ও সবুজসহ ৪/৫ জন তার ওপর হামলা চালায়। শামীম হোসেনের বাড়ি বাঘারপাড়ার দরাজহাট গ্রামে।