জানুয়ারিতে ফের শুটিং

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এর প্রথম ধাপের শুটিং হয়েছিল গেল অক্টোবরে। ‘ঝিনুক মালা’ খ্যাত পরিচালক আব্দুস সামাদ খোকনের নির্দেশনায় নতুন এই ছবিতে প্রথমবার জুটি বাঁধেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবং কলকাতার ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালে রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করা বাংলাদেশেরই গাজী আবদুন নূর। সেই ছবির ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্মাতা। তিনি জানান, অক্টোবরের মাঝামাঝিতে দীঘি-নূরকে নিয়ে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এর শুটিং শুরু করেছিলেন। টানা শুটিংয়ে তখন ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্মাতা জানান, জানুয়ারিতে আবারো শুটিংয়ে ফিরবেন তিনি। তবে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এর সম্পূর্ণ কাজ শেষ হবে আসছে ফেব্রুয়ারিতে। সরকারি অর্থায়নে ইভেন্ট প্লাস নিবেদিত এবং তামান্না সুলতানা প্রযোজিত জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
ছবিতে দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।