২০২১ সালের সবথেকে বাজে কোম্পানি মেটা/ফেসবুক

0

লোকসমাজ ডেস্ক॥ ২০২১ সালে বিশ্বের সবথেকে বাজে কোম্পানি হিসাবে উঠে এসেছে ফেসবুকের নাম। সম্প্রতি ইয়াহু ফাইন্যান্সের এক জরিপে ফেসবুক ও এর মূল কোম্পানি মেটাকে এ বছরের সবথেকে বাজে কোম্পানি হিসাবে চিহ্নিত করেন অংশগ্রহণকারীরা। অপরদিকে এ জরিপে সেরা কোম্পানি হিসেবে নির্বাচিত হয়েছে মাইক্রোসফট। ওই জরিপে অংশ নেন ১ হাজার ৫৪১ জন। জরিপটি চলে গত ৪ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। ফেসবুকের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার মধ্যে রয়েছে সেন্সরশিপ, মানসিক স্বাস্থ্যের উপর ইন্সটাগ্রামের প্রভাব এবং গোপনীয়তার বিষয়টি। এগুলো নিয়ে উদ্বিগ্ন মেটার অধীনে থাকা সোশ্যাল মিডিয়াগুলোর ব্যবহারকারীরা। যদিও অন্তত ৩০ শতাংশ জানিয়েছেন, ফেসবুক আবারো মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে বলে মনে করেন তারা।
আবার ফেসবুকের নিজের অপকর্ম স্বীকার করে এর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন অংশ নেয়া একজন। তার মতে, ফেসবুকের উচিৎ ক্ষতিপূরণ হিসেবে একটি ফাউন্ডেশন তৈরি করা। এ বছর পুরোটা সময় ধরেই ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টি আলোচনায় ছিল। এই অক্টোবরেই মার্কিন কংগ্রেসে ফেসবুকের বিরুদ্ধে সাক্ষ্য দেন কোম্পানির সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন। জবানবন্দিতে তিনি বলেছেন ফেসবুক কীভাবে সমাজের ক্ষতি করে সে সম্পর্কে মানুষের কাছে বারবার মিথ্যে কথা বলেছে। গত সপ্তাহেই ৫০ হাজার একাউন্টের উপর নজরদারি চালানোর জন্য দেড় হাজারের বেশি একাউন্টকে নিষিদ্ধ করে মেটা। এসব একাউন্ট থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশের সাংবাদিক, অধিকারকর্মী ও সরকার বিরোধীর তথ্য হাতিয়ে নেয়া হতো বলে জানিয়েছে কোম্পানিটি। এ থেকে হ্যাকার ও তথ্য চুরির বিরুদ্ধে মেটা যে কঠিন অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে তার প্রমাণ পাওয়া গেছে।