হোয়াটসঅ্যাপের ‘ব্লু-টিক’ বন্ধ করবেন যেভাবে

    0

    লোকসমাজ ডেস্ক॥ হোয়াটসঅ্যাপে গ্রাহক মেসেজ পড়লেই ‘ব্লু-টিক’ হয়ে যায় সেই বার্তা। এর ফলে প্রেরক জানতে পারেন, প্রাপক মেসেজটি পড়েছেন কি-না। যদিও অ্যাপের এই সুবিধাজনক ফিচারই অনেকের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
    অনেক সময় প্রেরকের মেসেজ পড়লেও উত্তর দিতে চান না প্রাপক। যদিও ব্লু টিকের জেরে ততক্ষণে গ্রাহক যে মেসেজটি পড়েছেন, সেই বার্তা পৌঁছে যায় প্রেরকের কাছে। তাই বহু ক্ষেত্রেই ‘ব্লু-টিক’ বন্ধ করতে চান গ্রাহক। কীভাবে ধাপে ধাপে ‘ব্লু-টিক’ বন্ধ করবেন, জেনে নিন তার পদ্ধতি।
    ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
    * ব্লু-টিক বন্ধ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে যান।
    * এবার অ্যাকাউন্টে প্রবেশ করুন।
    * সেখানে প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
    * শেষে রিড রেসিপিয়েন্টসে গিয়ে টুগল অফ করুন। তাহলেই ‘ব্লু-টিক’ ফিচার বন্ধ হয়ে যাবে।