পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন তিন বিমানবন্দর

0

লোকসমাজ ডেস্ক॥ পশ্চিমবঙ্গে আরও তিনটি বিমানবন্দর চালুর পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিমানবন্দর তিনটি হলো কোচবিহার, মালদহ ও বালুরঘাট।
রাজ্য সচিবালয় নবান্ন সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই এই তিন বিমানবন্দর পরিদর্শন যাবেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্মকর্তারা। সোমবার মালদহ, মঙ্গলবার বালুরঘাট ও বুধবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করবেন তারা।
মূলত তিনটি বিমানবন্দরের রানওয়ে দেখার পাশাপাশি বিমানবন্দর চালু করতে গেলে কী কী প্রয়োজন সে বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করতে পারেন কর্মকর্তারা।
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের তৈরি হওয়া বিমানবন্দরগুলো যাতে দ্রুত চালু করা যায়। এবার সেই মোতাবেক তৎপর হলো রাজ্য প্রশাসন।
ইতোমধ্যেই মালদহ বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ ইতোমধ্যেই করেছে জেলা প্রশাসন। কোচবিহার বিমানবন্দরকে নতুন রূপে শুরু করার ফের উদ্যোগ নিয়েছে রাজ্য। অন্যদিকে বালুরঘাট বিমানবন্দর প্রস্তুত রয়েছে।
এই তিন বিমানবন্দর চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন রাজ্য প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যের আরও দুটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরুলিয়ায় একটি এবং কলকাতা বিমানবন্দরের ওপর থেকে চাপ কমাতে দক্ষিণ ২৪ পরগনায় কোথায় বিমানবন্দর করা যায় নাকি সে বিষয়েও চিন্তাবাবনা চলছে।